Brass noodles or semai machine
Size-10″
Brass Handmade
❣️পিতলের ও কাঁসার তৈজসপত্র কেন আমাদের ব্যবহার করা উচিৎ আসুন জেনে নি..!!❣️🥰
১. পিতলে ব্যাক্টেরিয়া প্রতিরোধক। তাই থালা-বাসন তৈরিতে এটির ব্যবহার সু প্রচুর..!
২. পেটের রোগের সমস্যার সমাধান করতে সাহায্য করে , যাঁরা কোষ্ঠকাঠিন্যে ভোগেন বা অম্বলের সমস্যা আছে, তাঁদের জন্য এই পাত্রের জল ভাল ফল দেয়, হজমের সমস্যাও দূর হয়।
৩. একটি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ হয়েছে, এই পাত্রের ব্যবহারে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং দেহের টক্সিন দূর হয়। এই পাত্রে জল রেখে পান করলে মেটাবলিক রেট বাড়ে, ত্বকে কোলাজেনের পরিমাণ বাড়ে।
৪. পিতলে সহজে অক্সিডেশন হয় না ও ক্ষয় প্রাপ্ত হয় না।
৫. ইসলামে পিতলের তৈরি পাত্র ব্যবহারে নিষেধাজ্ঞা নেই। আলহামদুলিল্লাহ
👉আসুন জেনে নি কি ভাবে যন্ত নিয়া যায় বা পরিষ্কার করা যায় পিতল-কাঁসা– :
#কাঁসা, পিতল,তামা পরিষ্কার করার সহজ এবং কার্যকারি উপায়…
১। লবণ আর লেবুর রস;
বাসন মাজার ফোমের মধ্যে একটু লবণ আর লেবুর রস নিয়ে নিন । এরপর এটি পিতল ও তামার বাসনপত্রের ওপর নিয়ে ঘষতে থাকুন, এর ফলে বাসনপত্রের কালচেভাব দূরে চলে যাবে। এরপর পানি দিয়ে ধুয়ে নিন বাসনপত্র একেবারে নতুনের মত চকচক করবে।
২। টমেটো সস আর লবন;
টমেটোর সসের মধ্যে অ্যাসিড থাকে, যা বাসনপত্র পরিষ্কার করতে ভীষণভাবে কার্যকর। তাই পিতল-তামার বাসনে সস দিয়ে পুরু করে লাগিয়ে রেখে দিন, কিছুক্ষণ সেইভাবেই বাসনপত্রগুলি রেখে দিন। একঘন্টা পর একটি মাজুনি নিয়ে ঘষতে থাকুন। প্রয়োজন মনে হলে টমেটোর সসের সাথে একটু লবণ দিয়ে তারপর মাজনি দিয়ে ঘষুন জিনিসপত্র একেবারে ঝকঝক করবে।
৩। বেকিং সোডা;
তামা পিতলের জিনিসপত্র মাজতে হলে বেকিংসোডা ব্যবহার করুন। একটা মাজুনিতে বেকিংসোডা দিয়ে ভালোমতো ঘষে নিয়ে পরিষ্কার করুন। অনেকে আবার বেকিং সোডার সাথে নুন মিশিয়ে ও তামা পিতলের বাসন পত্র পরিষ্কার করে থাকেন।
৪।তেঁতুল;
তামা-পিতলের বাসন মাজার ক্ষেত্রে তেঁতুলের ব্যবহার অনস্বীকার্য। তামা পিতলের বাসনে তেঁতুল নিয়ে ঘষে দিন,তাহলে দেখবেন সেগুলি একেবারে নতুন বাসনের মত চকচক করছে।
৫।ছাই ;
তামা পিতলের বাসনপত্র মাজতে ছাই ব্যবহার করতে পারেন। একটা মাজুনিতে একটু ছাই নিয়ে একটু ঘষে নিলেই দেখবেন বাসনপত্র একেবারে নতুনের মতো ঝকঝক করবে।